আপনার চ্যানেল কি সার্চ দিলে সবার পরে আসে ? Youtube channel Seo – Youtube Tutorial Bangla


Youtube Channel SEO নাম দিয়েছি কারণ আজ আমরা আপনার চ্যানেল নাম কেউ সার্চ দিলে কীভাবে সবার প্রথম এ পাবে তা নিয়ে আলোচনা করব। এরপর আপনি কি নিয়ে কাজ করেন তা ইউটিউব কে কীভাবে জানাবেন সহজে তা নিয়ে আলচনা করব। Channel Keywords নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন আশাকরি অনেক কিছুই জানতে পারবেন।
প্রথমে আপনি আপনার চ্যানেল নেইম লিখে ইউটিউব এ সার্চ দিন। দেখুন প্রথমে আসে কিনা। আসলে ত ভালোই না আসলে কি করবেন। মনে করুন আমি ইউটিউব এ আমার নাম লিখে সার্চ দিলাম Suhag 550 আমার নাম প্রথমে আসবে। কীভাবে আসে এটাই মূল বিষয় যা আমরা শিখব।
আমার নাম প্রথমে আসার দুইটি কারণ।
আমার নাম ইউনিক। অন্য কেউ নেই।
আমি আমার নাম চ্যানেল ডেস্ক্রিপশন এ খুব সুন্দর করে উল্লেখ করেছি তাও একেবারে প্রথমে।

আসুন প্রথমে আমরা ১ নাম্বার ইউনিক নিয়ে আলোচনা করি।

আপনার নাম যদি কমন হয়। আপনার নামে যদি হাজার হাজার চ্যানেল থাকে ভিডিও থাকে তাহলে কখনোই আপনি টপ এ আসবেন না। কি করতে হবে। চ্যানেল নাম অবশ্যই ইউনিক হতে হবে।

এবার আসুন ২ নাম্বার এ –

আপনার নাম ইউনিক তাও সার্চ দিলে আপনার নাম সবার প্রথমে আসে না। কেন আসে না ? কারণ আপনার চ্যানেল এর যে About আছে সেখানে আপনি ভাল ভাবে লিখতে পারেন নি। আপনার চ্যানেল এর About এ আপনাকে খুব ভালো করে আপনার চ্যানেল কে তুলে ধরতে হবে। যাতে করে ইউটিউব সহজেই বুঝে আপনার চ্যানেল টি আসলে কি নিয়ে। এরপর আপনি যখন চ্যানেল এর এবাউট লিখবেন তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেল নাম টা যাতে আপনার এবাউট এ থাকে। যদি থাকে তাহলে আপনার চ্যানেল সবার প্রথমেই আসবে।

চ্যানেল এবাউট এ আপনার নাম কিভাবে দিবেন ?

আপনি যখন আপনার চ্যানেল এবাউট লিখবেন তখন এই লিখার মধ্যই আপনার চ্যানেল নাম তুলে ধরতে হবে। যেমন ধরুন আপনারা যদি আমার চ্যানেল এবাউত দেখেন বুঝবেন। আমার চ্যানেল এবাইউট আমি নিচে তুলে ধরলাম দেখে নিন –
This is ''Suhag 550'' in my youtube channel i wanted to shown you how can make money on youtube video
This channel contains only Tutorials related to different technological issues, most of the videos are in Bengali. Please subscribe to this channel for some awesome contents.
লক্ষ্য করুন আমি চ্যানেল এবাউট লিখার শুরুতেই আমার নাম উল্লেখ করেছি। এটাই হচ্ছে মূল জিনিস। আপনার নাম টা
যদি আপনি এভাবে উল্লেখ করতে পারেন তাহলেই আপনার চ্যানেল শুরুতে আসবে।

1 comment:

  1. thankyou so much bro.for sharing important topic...

    ReplyDelete

Powered by Blogger.